বাংলা ভাষা ও ভাষাশহীদদের শ্রদ্ধায় আগামীকাল ২৪ ফেব্রুয়ারি সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘আমার ভাষার গান ২০২০’।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি (ডিইউবিএস) -এর উদ্যোগে ২০১৭ সাল থেকে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আয়োজিত হয়ে আসছে কনসার্টটি। এই ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে এ কনসার্ট। এ আয়োজনের বিশেষত্ব হচ্ছে কনসার্টে অংশগ্রহণকারী প্রতিটি ব্যান্ড নিজ মাতৃভাষায় নিজেদের মৌলিক গান পরিবেশন করে থাকে। এবারের কনসার্টে অংশগ্রহণ করা ব্যান্ডগুলো হলো- ভাইকিংস, সহজিয়া, মেকানিক্স, পরাহ, লিমোনেড, অ্যাবাউট ডার্ক, মেট্রিক্যাল, অসৃক, আরেকটা রক ব্যান্ড এবং ফ্যান্টাসি রেল্ম।
কনসার্ট টিকিটের শুভেচ্ছা মূল্য ১৫০ টাকা যা কি না বিকাশের মাধ্যমে পূর্বে টিকিট নিশ্চিত করা যাবে। এছাড়া কনসার্টের আগের দিন টিএসসি বুথ থেকে টিকিট সংগ্রহ করা যাবে এবং কনসার্টের দিন আসন শূন্য থাকা সাপেক্ষে টিকিট পাওয়া যাবে।
টিকিটের জন্যে যোগাযোগ- ০১৫২১৪৩৪০২৫, ০১৯৯৭৫০০১৫৪
আমার ভাষার গান ২০২০ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন