প্রখ্যাত সংগীত শিল্পী এন্ড্রু কিশোর আর নেই। আজ সন্ধ্যা ৬.৫৫ মিনিটে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
দীর্ঘদিন যাবৎ নন-হজকিন লিম্ফোমা নামক ব্লাড ক্যান্সারের চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে অবস্থান করছিলেন এন্ড্রু কিশোর। গেল ১১ জুন এয়ার এম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি। সোমবার অবস্থার অবনতি হলে পারিবারিক চিকিৎসক তাঁকে হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু পরিবার ও ভক্তদের সকল প্রার্থনা বিফল করে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজেতা ও বাংলাদেশের প্লেব্যাক সংগীতের অন্যতম প্রধান এই শিল্পীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ।
Featured Image: Compiled