যুক্তরাজ্য, ১৯৭৩। সদ্য টিনএজে পা দেয়া কিশোর ইয়ান কার্টিস অন্যান্য সকলের থেকে একটু আলাদা। ডেভিড বোয়ির পাঁড় ভক্ত ইয়ানের সকল ধ্যানজ্ঞান মিউজিক যা তাকে পড়াশোনায়ও করে তুলেছে অমনযোগী। কিন্তু স্বাধীনচেতা এই কিশোর মাত্র আঠারো বছর বয়সেই ছাড়েন বাড়ি, বিয়ে করেন ডেবিকে। নতুন এ জীবনের শুরুতে ম্যানচেস্টারে সেক্স পিস্টলের কন্সার্টে তার পরিচয় হয় আরও তিন সংগীতপ্রেমী তরুণের সাথে। যাত্রা শুরু হয় রক ব্যান্ড ওয়ারস-এর যা পরবর্তী সময়ে নাৎসি জার্মানির একটি পতিতালয়ের নামানুসারে পরিচিত হয় জয় ডিভিশন নামে।
২০০৭ সালে মুক্তি পাওয়া কন্ট্রোল সিনেমাটির প্রথম ভাগে ব্যান্ডটির উত্থান পরিলক্ষিত হলেও মূল গল্পটি আবর্তিত হয়েছে ভোকালিস্ট ইয়ানকে ঘিরেই। প্রথমটায় বেশ চড়াই-উৎরাই ছাড়াই ইয়ান ও জয় ডিভিশন পরিচিতি পেতে শুরু করে। An ideal for leaving এর পর প্রকাশিত হয় বিখ্যাত ও ব্যবসাসফল অ্যালবাম Unknown Pleasures । অ্যালবামের গানগুলোর মধ্য দিয়ে ইয়ানের মানসিক অবস্থার অনেকটাই আঁচ করা সম্ভব। কৈশোরে ঝোঁকের বশে নেয়া ভুল সিদ্ধান্ত, পারিবারিক টানাপোড়েন, পরকীয়া সম্পর্ক প্রকট হয়ে দেখা দেয় জীবনে। পাশাপাশি এপিলেপ্সি ধরা পড়ায় শারীরিক ভাবেও ভেঙে পড়তে শুরু করেন এই ক্ষণজন্মা সংগীত-প্রতিভা। ধীরে ধীরে নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে লাগামছাড়া হতে থাকে ইয়ানের জীবন। অতীতে করা ভুলের মাশুল বর্তমানে বোঝা হয়ে জীবনী-শক্তি নিংড়ে নিতে থাকে। ব্যাক্তিগত ও পারিবারিক সম্পর্কের মাঝে ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এক শিল্পীর বেদনাবিধুর অভিজ্ঞতাই সিনেমার মূল উপজীব্য। প্লটনির্ভর সিনেমার গল্পগুলো থেকে অবশ্যই তা কিছুটা আলাদা। কাহিনির গভীরতার বিচারে নিঃসন্দেহে এটি বেশ উচুঁদরের। টেকনিক্যালিটির বিচারে পরিচালক অ্যান্টন করবিন নিজে চিত্রগ্রাহক হওয়ার সুবাদে বেশ নান্দনিক ফ্রেমিং ও ক্যামেরা মুভমেন্টের দেখা মেলে পুরো সিনেমা জুড়েই। আর তাই সংগীত-প্রেমী দর্শকদের কাছে বেশ সমাদৃতও হয়েছে সিনেমাটি।
Author: Rafayet Arnob
Student, University of Dhaka